নিজস্ব্ প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ মুরব্বি হাজী তবারক আলী (তবাই চেয়ারম্যান) আর নেই।
বার্ধক্য জনিত কারণে আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় নিজ বাড়ি কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি..... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ রাত ৮টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মাঠে সাবেক চেয়ারম্যান তবারক আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় সর্বস্তরের কয়েক হাজার লোকজন শরীক হন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে কানাইঘাটের প্রবীণ মুরব্বি সদর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান হাজী তবারক আলীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মুহিউদ্দিন, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ ।
কানাইঘাট নিউজ ডটকম/১৩ মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়