Tuesday, March 26

কানাইঘাটে এম.এ মতিনের 'ব্যতিক্রমী অভিনিবেশ' বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সাহিত্যিক এম.এ মতিন এর স্বরচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ব্যতিক্রমী অভিনিবেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

শাহজালাল সাহিত্য পরিষদের আয়োজনে ২৬শে মার্চ বিকেল ৫টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে ব্যতিক্রমী অভিনিবেশ বই এর মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান।

ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও তরুণ কবি শিপুল আমিন চৌধুরীর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কবি ও সাহিত্যিক আবুল কাহির, কলামিস্ট মিলন কান্তি দাস, স্বাধীনতার কবিতা পাঠ করেন, আরিফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুন নুর,কানাইঘাট লেখক ফোরামের সভাপতি সাংবাদিক মাহবুবুর রশিদ, অনলাইন সাহিত্যকথা পরিষদের সহ সভাপতি সাংবাদিক শাহীন আহমদ, সদস্য সুজন চন্দ অনুপ,  আলা উদ্দিন, আমিনুল ইসলাম, মুমিন রশিদ, তরুণ কবি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

 মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে ব্যতিক্রমী অভিনিবেশ বইয়ের লেখক এম.এ মতিনের অনেক অবদান রয়েছে। গুরুতর অসুস্থ থাকায় অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকলেও তার সাহিত্য ও সাংস্কৃতিক চিন্তা ভাবনাকে সবাই সাধুবাদ জানিয়ে বলেন, তার রচিত বইয়ে মহান মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, সমাজ ব্যবস্থার সার্বিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। 

এম.এ মতিন কানাইঘাটের অনেক তরুণ লেখককে একত্রিত করে সাহিত্য অঙ্গনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে তার রচিত বই উন্মোচনের মধ্য দিয়ে সাহিত্য অঙ্গনের পথচলা আরো একধাপ এগিয়ে যাবে। 

অনুষ্ঠানে লেখক ও কলামিস্ট মিলন কান্তি দাস তার স্বরচিত কাব্যগ্রন্থ “সুন্দর পৃথিবীর স্বপ্ন” বইয়ের সৌজন্য কপি কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন। অসুস্থ কবি ও সাহিত্যিক কাব্যগ্রন্থের লেখক এম.এ মতিনের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

কানাইঘাট নিউজ ডটকম/২৬মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়