Sunday, March 17

কারা বেশি সেলফি তুলে ছেলেরা নাকি মেয়েরা?

কানাইঘাট নিউজ ডেস্ক:
শিশু থেকে বৃদ্ধ এমন কেউ নেই, যিনি নিজের ছবি দেখতে পছন্দ করেন না। আর আত্মতুষ্টির নতুন অনুষঙ্গের নাম সেলফি। তরুণ প্রজন্ম কথায় কথায় সেলফি তুলতে ব্যস্ত। সেলফি নিয়ে গবেষণাও হয়েছে বিস্তর। সেখানে বলা হয়েছে, মেয়েদের চেয়ে ছেলেরা সেলফি তোলে বেশি!
সম্প্রতি, ইন্টারন্যাশনাল জার্নাল অব মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশন সেলফি বিষয়ক তথ্যটা তুলে ধরা হয়েছে। এই গবেষণায় ২০ বছর বয়সী ৪০০ জন শিক্ষার্থীর ওপর চালানো হয়। ফলাফলে বলা হয়, সেলফি তোলার মাত্রাতিরিক্ত আসক্তি একটা রোগ।যার নাম দেওয়া হয়েছে সেলফিটিস।
গবেষণায় দেখা গেছে,সাধারণত সেলফিটিসে আক্রান্তরা অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্য, মেজাজ ভালো করার জন্য,সামাজিক মর্যাদা লাভের জন্য বা নিজের সম্পর্কে জানানোর জন্য সেলফি তোলে। ৫৫ শতাংশ ‘সেলফিটিস’ আক্রান্ত মানুষ দিনে গড়ে ৪টা সেলফি তোলে।
এবার আসা যাক সেই পরিসংখ্যানে,যার সঙ্গে অনেক ছেলেই দ্বিমত পোষণ করে মাথা নাড়তে পারে। জরিপ থেকে জানা যায়,৪২.৫০ শতাংশ নারী এবং ৫৭.৫০ শতাংশ পুরুষ সেলফি তুলতে ভালোবাসেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়