Saturday, March 2

বারডেমের ১২ তলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকার শাহবাগে বারডেম হাসপাতালের ১২ তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম সোহরাব হোসেন (২১)। তার বাড়ি নরসিংদীতে। তার বাবার মতিউর রহমান।
রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ওই রোগীর স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানান, সোহরাবকে গত ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়।
শনিবার ওই রোগী ১২তলার বাথরুমে ঢুকে ভেন্টিলেটর দিয়ে নিচে লাফ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়