Tuesday, March 12

ইউএই থেকে ফিরেছে যুদ্ধজাহাজ ধলেশ্বরী

কানাইঘাট নিউজ ডেস্ক:

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিভিন্ন এক্সিবিশন শেষে দেশে ফিরেছে। ১৪ তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডিইএক্স’১৯) ও ৫ম নেভী ডিফেন্স এক্সিবিশন (এনএভিডিইক্স’১৯) এ অংশগ্রহণ শেষে মঙ্গলবার দেশে ফিরেছে ধলেশ্বরী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বিকেলে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।
মোংলার ফ্লোটিলা ওয়েস্টের কমান্ডার কমোডর এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে যুদ্ধজাহাজ ধলেশ্বরীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় জাহাজের অফিসার ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। 
অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলী’র নেতৃত্বে কর্মকর্তাসহ ১৮৪ জন নৌসদস্য আন্তর্জাতিক ওই সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নেয়। 
প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের নৌবাহিনী জাহাজ, ১ হাজার ১শ’টি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ-পর্যবেক্ষক ও নৌ-সমর বিশারদরা অংশগ্রহণ করেন। নৌবাহিনী জাহাজের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করায় সব কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
জাহাজটি ইউএই’র এসব প্রদর্শনীতে অংশ নিতে গত ২৪ জানুয়ারি মোংলার নৌ জেটি থেকে সমুদ্রে যাত্রা করে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়