Tuesday, March 5

আবারো উত্তপ্ত পুলওয়ামা, বন্দুকযুদ্ধে নিহত ২

কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। মঙ্গলবার পুলওয়ামা জেলার ত্রাল শহরে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের তথ্যমতে, ত্রাল শহরের একটি বাড়িতে ২ বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সদস্য লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর তারা অভিযানটি চালায়। অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।- খবর এনডিটিভি’র
অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় নেয়া বাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অঞ্চলটিতে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে। গেল ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফে’র ৪৪ সদস্য নিহত হওয়ার পর থেকেই অঞ্চলটিতে ভারতের সন্ত্রাস বিরোধী অভিযান চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়