নিজস্ব প্রতিবেদক:
সিলেট পল্লী বিদ্যুৎ সিমিতি-২ এর ৬নং এলাকা পরিচালক পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার শান্তিপূর্ণ পরিবেশে কানাইঘাট সরকারি কলেজ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্ধি একমাত্র প্রার্থী বর্তমান এলাকা পরিচালক সাদিকুর রহমান (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৭৪১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট ৬নং এলাকার পরিচালক পদের নির্বাচনে প্রায় ৮হাজার বৈধ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ১৫১৮ জন গ্রাহক ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন পল্লীবিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
নির্বাচিত আব্দুল লতিফ পূর্বে একবার পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ৬নং এলাকা পরিচালক ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৩ মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়