Thursday, February 21

কানাইঘাট পৌরসভার উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কানাইঘাট পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে সকালে শোক র‌্যালীর মাধ্যমে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র নিজাম উদ্দিন সহ পরিষদের সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফিজ শাহিন আহমদ। এছাড়া পৌর পরিষদের উদ্যোগে শহীদদের স্মরণে বাদ যোহর দুর্লভপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে পৌর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

কানাইঘাট নিউজ ডটকম/২১ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়