নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর সমর্থনে কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা গত মঙ্গলবার বিকেল ৪টায় পৌরসভাস্থ আল রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মামুন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক যথা ক্রমে উপাধ্যক্ষ লোকমান হোসেন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট মামুন রশিদ, ফখর উদ্দিন শামীম, যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সারওয়ার কবির।
বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালিক মেম্বার, সাইফুল আলম, আজমল হোসেন, শরীফ উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান মহরী, তৌহিদুল ইসলাম, এবাদুর রহমান মজাই, মুহিবুর রহমান, এবাদুর রহমান মেম্বার, ফয়জুল হক, আবু শহিদ, আবুল কালাম গুলমহরী, মামুন আহমদ, আব্দুল আলিম, প্রবাসী আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম, উলামালীগ নেতা আলহাজ্ব মাওলানা সাহাব উদ্দিন, আবু বক্কর, উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন, আব্দুল্লাহ বিলাল আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আহমেদুল কবির মান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন,সহ-সভাপতি এম.ছমির আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি রুমান আহমদ নোমান, কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ আহমদ, সদর ইউপি যুবলীগ নেতা কয়েছ আহমদ, হেলাল আহমদ, তোফায়েল, আব্দুল হামিদ, সেলিম আহমদ, বোরহান, ইসলাম উদ্দিন, কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ, ইয়াছিন আশরাফ, সুলতান আহমদ রানা, আব্দুল্লাহ মাছনুন, তানিম আহমদ, রুবেল আহমদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ১৮মার্চের নির্বাচনে অত্যন্ত সৎ নিষ্ঠাবান, দানবীর, জনদরদী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কানাইঘাটের মাটি ও মানুষের পরম বন্ধু মুমিন চৌধুরীর পক্ষে আজ গনজোয়ার সৃষ্টি হয়েছে। কানাইঘাটকে সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দূর্নীতি মুক্ত করতে দলমতের উর্ধ্বে উঠে সবাই মুমিন চৌধুরীকে ভোট দিয়ে বিজয়ী করবে। নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঝাপিয়ে পড়তে হবে। স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকার মার্কা কে পরাজিত করতে দলের যারা আজ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে তারা আওয়ামী লীগের কর্মী হতে পারে না। এরা খন্দকার মোস্তাকের উত্তরসূরী। কোন ষড়যন্ত্র করে নৌকা প্রতীককে কেউ পরাজিত করতে পারবে না ১৮ মার্চের নির্বাচনে নৌকার বিজয় ইনশাআল্লাহ।
কানাইঘাট নিউজ ডটকম/২৭ ফেব্রুয়ারি ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়