Monday, February 11

হাইতিতে বিক্ষোভ, নিহত ৪

কানাইঘাট নিউজ ডেস্ক:

ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র হাইতিতে চলমান সরকার বিরোধী বিক্ষেভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে। 

দেশটির রাজধানী পোর্ট-ও-প্রিন্সসহ আরো কয়েকটি শহরে গেল চারদিন ধরে সরকার বিরোধী  বিক্ষোভ চলছে। দেশটির বিরোধী দলীয় বিক্ষোভকারীরা দুর্নীতির অভিযোগ এনে প্রেসিডেন্ট জোভনেল মুয়িজের পদত্যাগ দাবি করে এ বিক্ষোভ করছেন। খবর- বিবিসি।
বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনে করছেন। তারা নিরাপত্তা বাহিনীর দিকে পাথরও ছুঁড়ে মারছে। হাজার হাজার লোক রাস্তায় নেমে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে।
হাইতিকে ২০০৮ সালের পর উন্নয়ন কাজ চালানোর জন্য ঋণ দিয়েছিল ভেনেজুয়েলা। সরকারি কর্মকর্তারা ও সাবেক মন্ত্রীরা ওই ঋণের অর্থ আত্মসাৎ করেছেন বলে সম্প্রতি আদালতের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। 
এই ঘটনায় প্রেসিডেন্ট মুয়িজও জড়িত আছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছে দেশটির বিরোধী দলগুলো।    
রাজনৈতিক এই অস্থিরতার কারণে দেশটির অনেকগুলো শহরের মেয়র আসন্ন কার্নিভাল উৎসব বাতিল করেছেন। মার্চের প্রথম দিকে উৎসবটি হওয়ার কথা রয়েছে।
প্রেসিডেন্ট মুয়িজ ২০১৭ সাল থেকে ক্ষমতায় আছেন। বিরোধীদলগুলোর প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু কোনো সুবিধা করতে পারেননি। 
ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে হাইতির অর্থনৈতিক অবস্থা সবচেয়ে সঙ্কটাপূর্ণ। দেশটির ৬০ শতাংশ লোক জীবনধারণের জন্য প্রতিদিন ১৭০ টাকার চেয়েও কর্ম অর্থ খরচ করে থাকেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়