Sunday, February 24

শাহ আমানত বিমানবন্দরের পার্শ্ববর্তী সব রাস্তা বন্ধ, নগরীতে কড়া নিরাপত্তা

কানাইঘাট নিউজ ডেস্ক:
ছিনতায়ের চেষ্টা করা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানটি শাহ আমানত বিমানবন্দরে জরুরী অবতরণের ঘটনায় পাশ্ববর্তী সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে সেই সাথে সারা নগরীতে দায়ের করা হয়েছে কড়া নিরাপত্তা।
ঘটনার পর থেকে বিমানটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। সেখানে নৌবাহিনীর কমান্ডো ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট অবস্থান নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজ এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভীড় করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়