Tuesday, February 12

সিলেট জিমখানা ক্লাবকে কমফোর্ট মেডিকেল সার্ভিসের জার্সি প্রদান

কানাইঘাট নিউজ ডেস্ক:

সিলেটের ঐতিহ্যবাহী জিমখানা ক্লাবকে জার্সি প্রদান করেছেন কমফোর্ট মেডিকেল সার্ভিস কর্তৃপক্ষ। মঙ্গলবার  শহরতলির লাক্কাতুরা এলাকায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম এক অনুষ্ঠানের মাধ্যমে কমফোর্ট মেডিকেল সার্ভিস জিমখানা ক্রিকেট ক্লাব কতৃপক্ষের কাছে তাদের প্রদাকৃত জার্সি হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ,জিমখানা ক্লাব এর সহসাধারণ সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী,বিভাগীয় ক্রিকেট কোচএ.কে.এম মাহমুদ ইমন, কমফোর্ট মেডিকেল সার্ভিস এর ডিরেক্টর ডাঃজাকির হুসাইন তাপু,ডঃইশতিয়াক চৌধুরী রাসেল,মাসুম আহমেদ প্রমূখ।


কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১২ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়