নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ১ যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দুবাইয়ের ফুজিরায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জালাল আহমদ। বয়স আনুমানিক(২৮) বছর।
দুর্ঘটনার বিষয়টি 'কানাইঘাট নিউজকে' নিশ্চিত করেছেন নিহত জালালের সম্পর্কের ভাতিজা ফার্মেসী ব্যবসায়ী কালাম আজাদ।
জানা যায়,জালাল আহমদ দুবাইয়ে গাড়ি চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গাড়ি নিয়ে রাস্তায় বের হন। পতিমধ্যে গাড়ির টায়ার পাংচার হলে জালাল গাড়ি থেকে নামার সাথে সাথে পিছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন জালাল।
পরে সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার জালাল আহমদ মারা যান।
নিহত জালাল আহমদ উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর গ্রামের মৃত ছিফত উল্লার ছেলে। চার ভাই এক বোনের মধ্যে জালাল সবার ছোট।
এদিকে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় জালালের মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৭ ফেব্রুয়ারি ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়