Tuesday, February 12

নিজের দুর্ঘটনার খবর নিয়ে ভক্তদের যা বললেন রায়না

কানাইঘাট নিউজ ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়নার গাড়ি দুর্ঘটনার খবর ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘটনা এতো টাই তীব্র রূপ ধারন করেছে যে উপায় না পেয়ে রায়না টুইটারের আশ্রয় নিয়েছেন।
ঘটনার  সত্যতা তুলে ধরতে টুইট করে  রায়না ভক্তদের জানিয়ে দেন, গত কয়েকদিন ধরে ভুয়ো খবর ছড়াচ্ছে তাঁকে নিয়ে। তিনি পথ দুর্ঘটনায় আক্রান্ত এমন খবর ছড়ানোয় পরিবার ও তাঁর বন্ধুরা চিন্তিত হয়ে পড়েছিলেন। রায়না তাঁর ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এই ধরনের খবরের কোনও সত্যতা নেই।
তিনি একদমই ঠিক আছেন। যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয়েছে রায়না দুর্ঘটনার কবলে, সেই সব ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। রায়নার আশা, সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়