Saturday, February 2

কানাইঘাটে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩৬ জন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় কানাইঘাটেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শনিবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিনেই এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর দাখিল পরীক্ষায় ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন ও ভোকেশনাল পরীক্ষায় ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলার মোট ৬ টি পরীক্ষা কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়, গাছবাড়ী মডার্ণ একাডেমি, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসি সাধারণ শিক্ষা এবং দাখিল পরীক্ষা হচ্ছে কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা হচ্ছে সুরতুন নেছা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষা ছিল। আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কানাইঘাট নিউজ ডটকম/০২ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়