Wednesday, February 13

কানাইঘাটে ছাত্রলীগ নেতা মারুফের পিতার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও যুবলীগ নেতা আব্দুল্লার পিতা সমাজসেবী ও প্রবাসী হাজী সামছুদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে হাজী সামছুদ্দীন উপজেলার সদর ইউপির বীরদল ছোট গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর স্থানীয় বীরদল আনোয়ারুল উলূম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদের পিতা সমাজসেবী হাজী সামছুদ্দীনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পৃথক শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মুমিন চৌধুরী, আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হোসন আহমদ।
এছাড়া আরো শোক প্রকাশ করেন- সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মাস্টার মামুন আহমদ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনাম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, গোলাম মস্তফা রাসেল, উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ নোমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/১৩ ফেব্রৃয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়