Sunday, February 24

কমান্ডোর গুলিতে ‘বিমান ছিনতাইকারী’ নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সেনা কমান্ডোর গুলিতে কথিত বিমান ছিনতাইকারী নিহত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান বলেছেন,সংকটের সমাধান হয়ে গেছে। গুলিবিদ্ধ হয়ে একজন আটক অবস্থায় নিহত হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
বিমানবন্দরের এডিসি আরিফিন জুয়েল জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বিমানের সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
শেষ খবরে জানা গেছে , বিমানে যারা জিম্মি আছে সন্দেহ করা হচ্ছিলো সেই কেবিন ক্রু ও পাইলট এখন নিরাপদ আশ্রয়ে আছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়