Thursday, February 7

সু চি’কে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

কানাইঘাট নিউজ ডেস্ক:
যান্ত্রিক ত্রুটির কারণে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’কে বহনকারী একটি সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির শান রাজ্যের মং তন শহরে এ ঘটনা ঘটে।
মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, সু চি’কে বহনকারী হেলিকপ্টারটির হাইড্রোলিক ফ্লুয়িড লিকের কারণে সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সু’চি পূর্বাঞ্চলীয় শান প্রদেশে তা সেং ব্রিজের একটি অনুষ্ঠানে যোগদান শেষে মং সাত শহরের উদ্দেশে যাচ্ছিলেন।
দেশটির স্টেট কাউন্সিলর কার্যালয়ের মুখপাত্র ইউ জ হোতেই এক বিবৃতিতে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার আগেই সেটিকে নিরাপদে অবতরণ করাতে সমর্থ হওয়ায় সু চি হেলিকপ্টারটির পাইলটকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, সে সময়টিতে এটা সম্পূর্ণই পাইলটের সিদ্ধান্ত ছিল যে হেলিকপ্টারটি নিরাপদ কি না। তার সিদ্ধান্ত সঠিক ছিলো। সফরটিও চমৎকার গেছে যেমনটা আশা করা হয়েছিল।
হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হাইড্রলিক ফ্লুয়িড লিকের কারণে সেটি জরুরি অবতরণ করে। এরপর সু চি সেই হেলিকপ্টারটি পরিবর্তন করে আরেকটি হেলিকপ্টারে করে তার গন্তব্যে পৌঁছান বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়