নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটের সময় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসের সূচনা লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কানাইঘাট থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কানাইঘাট প্রেসক্লাব, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রশাসনিক কার্যালয়, সরকারি বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী পরবর্তী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনার আয়োজন করা হয়। এছাড়া মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সভাপতিত্ব করেন। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
কানাইঘাট নিউজ ডটকম/২১ ফেব্রুয়ারি ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়