Monday, February 18

কানাইঘাটে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন সাংবাদিক শাহীন

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক শাহীন আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া সুলতানার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় কানাইঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহীন আহমদের সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুন নুর, সদস্য আমিনুল ইসলাম, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, মুমিন রশিদ সহ নানা শ্রেণি পেশার বিশিষ্ট জন।

দৈনিক ভোরের পাতা ও জালালাবাদের কানাইঘাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহীন আহমদ মনোনয়নপত্র দাখিলের পর বলেন, সকল দল,মত ও পথের মানুষের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়ে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছি। 

একজন সংবাদকর্মী হিসেবে কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সকল মহলের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে কানাইঘাটের মানুষের মৌলিক দাবী-দাওয়া সরকারের কাছে লেখনির মাধ্যমে তুলে ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাব।

কানাইঘাট নিউজ ডটকম/১৮ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়