কানাইঘাট নিউজ ডেস্ক:
গ্রাম আছে কিন্তু থানা নেই, বাড়ি আছে দরজা নেই! শুনতে অবাক হলেও এমনই একটি গ্রাম রয়েছে ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রে। আহমেদনগর থেকে ৩৫ কিমি দূরের সেই গ্রামের অবস্থান।
শনি শিঙ্গনাপুর নামের এই গ্রামে বাস করে প্রায় পাঁচ হাজার মানুষ। গ্রামের অধিকাংশ মনুষই মূলত আখ চাষী। আর দীর্ঘদিন ধরেই অদ্ভুত এক কারণে খবরের শিরোনামে রয়েছে শনি শিঙ্গনাপুর। কারণ শুনলে যে কেউ অবাক হতে বাধ্য।
জানা গেছে, এই গ্রামের বাড়িগুলিতে কোন দরজা নেই। দরজা ছাড়া খোলা ঘরেই যেখানে সেখানে পড়ে থাকে টাকা-পয়সা , গহনাসহ মূল্যবান আসবাবপত্র। এগুলো কিছুই চুরি হয়না। চুরি করবে কে? চোরই যে নেই এই গ্রামে। তাই থানাও নেই।
আর এই গ্রামে শুধু বাড়ি নয়, দোকান, বাজার এমনকি ব্যাংকের দরজাতেও তালা লাগাতে হয় না। এর কারণও অদ্ভুত।
গ্রামের মানুষ মনে করেন, এই গ্রামের রক্ষাকর্তা শনি দেবতা। তিনিই সবার ঘর, সম্পদ রক্ষা করেন। সকলেরই অগাধ বিশ্বাস শনি দেবতার উপর। আর তাইতো গ্রামের একমাত্র ব্যাংক ইউকো'র দরজায়ও কোন তালা লাগানোর ব্যবস্থা নেই।
ছবি: সংগৃহীত
গ্রামের মানুষেরা বলেন, তাদের পূর্বপুরুষরাই বলে গেছেন যেন দরজায় পাল্লা না লাগানো হয়। সেই নির্দেশ গ্রামের মানুষ এখনো মেনে চলেন। এতে কোন বিপদও হয় না।
শনি শিঙ্গনাপুর গ্রামে এই নীতি প্রায় ৩০০ বছর ধরে চলছে। তবে নামে গ্রাম হলেও এখন রীতিমতো শহর মহারষ্ট্রের এই গ্রাম।
ডেইলি বাংলাদেশ/এসএ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়