Thursday, February 21

বিদেশি গণমাধ্যমে চকবাজারের অগ্নিকাণ্ড

কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকার কয়েক শতকের পুরনো এলাকা চকবাজারে  চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে আবাসিক কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর বিদেশি কয়েকটি নামি গণমাধ্যমেও স্থান পেয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন  নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, ডেইলি মিররসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে ঢাকার অগ্নিকাণ্ডের সংবাদ। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে সর্বশেষ ৬৯ জনের প্রাণহানির খবরের কথা বলা হয়েছে।
জানা যায়, ভবনটির গ্রাউন্ডফ্লোরে বিভিন্ন রকমের দোকান রয়েছে,প্রথম তলায় প্লাস্টিকের পণ্য, প্রসাধনি মজুদ করা ছিল। বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।বৃহস্পতিবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে।
ফায়ার সার্ভিসের প্রধান আলী আহমেদ বলেন,গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তাদের ধারণা।
বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ বিভাগের পরিচালক জুলফিকার রহমান রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত অর্ধশত আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন নিমতলীর ৪৩/১ নবাবকাটরায় পাঁচতলা বাড়িতে দেশের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই অগ্নিকাণ্ডের নিহত হয়েছিল ১২৩ জন। আহত হয়েছিল কয়েকশ মানুষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়