Tuesday, February 12

ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’

কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রতিবারের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’। 
সাহিত্যদেশ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।
লেখকের সাবলীল বর্ণনায় সুখপাঠ্য এক উপন্যাস ‘ডেকে যায় ফাল্গুনের রোদ’। পড়তে পড়তে মনে হবে কেউ ঠিক পাশে বসে গল্প শোনাচ্ছে আপনাকে।
গল্পের শুরুতে তরুণ চিত্রশিল্পীর সঙ্গে ধনাঢ্য ব্যবসায়ীর প্রাইভেট সেক্রেটারির নাটকীয় পরিচয়। এরপরপরই একটি সড়ক দুর্ঘটনায় বিপন্ন হয়ে ওঠে সেই তরুণ চিত্রশিল্পীর জীবন
শুরু হয় এক নতুন লড়াই। আদর্শের সঙ্গে অর্থের। ক্ষমতার সঙ্গে প্রেমের। অতঃপর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় চোখে চোখ রাখার গভীর অপেক্ষা।
মেলায় বইটি পাওয়া যাবে ৫৩৪ নং স্টলে। ৯৬ পৃষ্ঠার এ বইয়ের দাম রাখা হয়েছে ১৬০ টাকা। এছাড়াও ঘরে বসে রকমারি ডটকম থেকে বইটি পাওয়া যাবে। 
‘ডেকে যায় ফাল্গুনের রোদ’ উপন্যাসটি ছাড়াও একই প্রকাশনী থেকে বের হয়েছে ইমন চৌধুরীর সম্পাদনায় ২১ জন তরুণ লেখকের ২১ টি হাসির গল্প নিয়ে হাসির বই ‘সুলভ মূল্যে হাসির গল্প’। 
হাস্যরস আর ব্যাঙ্গ-বিদ্রুপের মাধ্যমে তরুণ লেখকরা বইটিতে তুলে এনেছেন সমাজের নানা অসঙ্গতি। এ বইটির প্রচ্ছদ করেছেন কাওছার মাহমুদ। মূল্য ১৫০ টাকা।

কানাইঘাট নিউজ ডটকম/১২ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়