Thursday, February 28

কানাইঘাটে কে কোন প্রতীক পেলেন !

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৮ই মার্চ অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী (নৌকা) আওয়ামী লীগের তৃণমূল ও নাগরিক কমিটি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাতবাঁক ইউনিয়ন পরিষদের পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ (মোটর সাইকেল), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের চৌধুরী (আনারস), বাংলাদেশ ন্যাপ মনোনীত প্রার্থী সাংবাদিক এহসানুল হক জসিম (গাভী)। ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক শাহিন আহমদ (মাইক), আব্দুল ওদুদ দুদু (তালা-চাবী), মাওলানা আব্দুল্লাহ শাকির (চশমা), এমাদ উদ্দিন (টিউবওয়েল), হাকিম রব্বানী চৌধুরী (টিয়া পাখি) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাদিজা বেগম একমাত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করায় তাকে বে-সরকারি ভাবে বিজয়ী করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে জেলা নির্বাচন রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক পাওয়ার পর থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন। অনেক প্রার্থীর প্রতীকের সমর্থনে মাইকিং করতে দেখা গেছে।

কানাইঘাট নিউজ ডটকম/২৮ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়