কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।
রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের দ্বিতীয় দফা তালিকায় সিলেটের বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেন।
মুমিন চৌধুরীর মনোনয়ন নিশ্চিত হওয়ায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা উচ্ছ্বসিত। তারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়