কানাইঘাট নিউজ ডেস্ক:
আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জৈন্তাপুরস্থ ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে সম্পন্ন হয়েছে নাট্য সংগঠন একদল ফিনিক্সের মাসব্যাপী প্রমিত বাংলা শুদ্ধ উচ্চারণ কার্যক্রম ‘মাতৃভাষা চর্চা’র ২য় দিন।
প্রশিক্ষণ পর্বের আগে থিয়েটার একদল ফিনিক্সের কর্মশালা সম্পাদক অলি রাহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুক্তি বড়ুয়া, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জীতেন্দ্র কুমার চ্যাটার্জি, রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিখা রায়, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাহফুজার রাহমান ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক পপি রানী রায়।
উদ্বোধনী পর্ব শেষে বাংলা শুদ্ধ উচ্চারণ নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন একদল ফিনিক্স এর সভাপতি আবু বকর আল আমিন। প্রায় ৩০০ শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমটি প্রায় ৩ ঘন্টা ধরে পরিচালিত হয়।
মা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি সম্মান রেখে মাতৃভাষার প্রতি আরো যত্নশীল হবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
‘আমরা করবো জয়’ গানটির মাধ্যমে শেষ হয় ইমরান আহমদ মহিলা কলেজে একদল ফিনিক্স এর ‘মাতৃভাষা চর্চা’ কার্যক্রমের ২য় দিন।
উল্লেখ্য, আগামীকাল বুধবার ৩য় দিনের কার্যক্রম পরিচালিত হবে দক্ষিণ সুরমার লতিফা শফী মহিলা ডিগ্রি কলেজে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়