Monday, February 18

কানাইঘাটে মনোনয়নপত্র জমা দিলেন যারা



নিজস্ব প্রতিবেদকঃ
আগামী   ১৮মার্চ   দ্বিতীয়   ধাপে   অনুষ্ঠিত   কানাইঘাট   উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও উপজেলা  সহকারী   রিটার্নিং   অফিসার   নির্বাহী   কর্মকর্তা তানিয়া সুলতানার কাছে কর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমূখর পরিবেশে  চেয়ারম্যান পদে ৩জন   প্রার্থী  মনোনয়নপত্র   দাখিল   করেন।

তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আলহাজ্জ্ব আব্দুল মুমিন চৌধূরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী   লীগের   উপ-প্রচার   ও   প্রকাশনা   সম্পাদক   সাঁতবাক ইউনিয়নের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আলহাজ্জ্ব মোস্তাক আহমদ পলাশ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের চৌধুরী।
 
তবে   চেয়ারম্যান   পদে   বিএনপি,জামায়াত,জাপা   সহ অন্যান্য দলের কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।

কানাইঘাট উপজেলা পরিষদের টানা তিনবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জেলা   বিএনপির   সহ-সভাপতি   আশিক   উদ্দিন   চৌধুরী   দলীয় সিদ্ধান্তের   কারণে   নির্বাচনে   অংশগ্রহণ   করেননি।  


ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক শাহীন আহমদ,  ছাত্রলীগ   নেতা  এমাদুর   রহমান,সাবেক   ছাত্রদল   নেতা   আব্দুল করিম,জমিয়তে   উলামায়ে   নেতা   মাও:আব্দুল্লাহ শাকীর,সেচ্ছাসেবলীগ   নেতা   আব্দুল   ওয়াদুদ   দুদু   ও   ব্যবসায়ী হাকিম রাব্বানী চৌধুরী ।

বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম   রানা   উপজেলা   চেয়ারম্যান   পদে   আওয়ামী   লীগের   মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র দাখিল করেছেন   খাদিজা   বেগম। 

অপরদিকে   বর্তমান   মহিলা   ভাইস চেয়ারম্যান জামায়াতের  নারী  নেত্রী মরিয়ম  বেগম দলীয়  সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


কানাইঘাট নিউজ ডটকম/১৮ ফেব্রুয়ারি ২০১৯ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়