Wednesday, February 27

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতা বহিষ্কার

কানাইঘাট নিউজ ডেস্ক:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৃণমূলের ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন।
বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংগঠনবিরোধী সিদ্ধান্ত ও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ের তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ এবং একই জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং একই উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী ও মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপিকে বহিষ্কার করা হয়েছ। একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি-জেপির স্থানীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছিলেন কাফি চৌধুরী ও পপি। পরে তারা জাতীয় পার্টিতে (জেপি) যোগদানও করেছেন। বিষয়টি কেন্দ্রকে জানালে তাদের বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়