Monday, February 11

বইমেলায় আকাশ মামুনের গল্পের বই 'নীলাম্বরী ছায়ানট'

কানাইঘাট নিউজ ডেস্ক:
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আকাশ মামুনের গল্পের বই 'নীলাম্বরী ছায়ানট'। মোট ১৭টি গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটিতে গ্রামীণ জনপদের যাপিত জীবনের চিত্র যেমন তুলে ধরা হয়েছে-একই সাথে শহরের উচ্চবিত্ত মানুষের জীবনের চিত্রও চিত্রিত হয়েছে। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব-কলহ-প্রেম-ভালোবাসা সাথে উঠে এসেছে মাববিক বিবেক বোধ । নারীর অসহায়ত্ত্ব, ও সংগ্রাম এবং হেরে যেয়ে ভেঙ্গে পড়া ও আবার ঘুরে দাঁড়ানোর উদ্যম। উঠে এসেছে স্বাধীনতার উত্তর প্রজন্মে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও দেশের প্রতি ভালোবাসা।

সৃজনী প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইটি পাওয়া যাবে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের স্টল নং- ৫৯৩-৫৯৫।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/এম আর/১১ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়