কানাইঘাট নিউজ ডেস্ক:
দীর্ঘ ক্যারিয়ারে আরো একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অধিনায়কত্বে সেঞ্চুরি পূর্ণ করেছেন টাইগার ওয়ানডে দলপতি।
বুধবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার পর নতুন এ মাইলফলকে নাম লেখান তিনি। বিশ্ব ক্রিকেট ইতিহাসে যা ৪০তম ঘটনা।
১০০টি ম্যাচের মধ্যে বাংলাদেশকে টেস্টে নেতৃত্বে দিয়েছেন মাত্র একটি ম্যাচে। ২৮ টি-টোয়েন্টির পাশাপাশি ৭১টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিরল এ কীর্তিতে নাম লেখালেন তিনি।
বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম (৯৪টি), হাবিবুল বাশার (৮৭টি) এবং সাকিব আল হাসান এখন অবধি ৮০টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়