Tuesday, February 5

'এপেক্স ক্লাব অব কানাইঘাট' এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

কানাইঘাট নিউজ ডেস্ক:
অষ্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন "এপেক্স ক্লাব অব কানাইঘাটে'র পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সেবুল। 

৫ ফেব্রয়ারি সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ২০১৯ সালের পূর্ণাঙ্গ কমিটর নাম ঘোষণা করেন তিনি। নবাগত কমিটিতে জাহাঙ্গীর আলম বাবলুকে প্রেসিডেন্ট ও আহমেদ মাসুমকে সেক্রেটারী এন ডিএনই করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আহমদ চৌধুরী জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ মারুফ, টিটিপি এক্সপেনশন ডাইরেক্টর মো. সালাহ উদ্দিন, ট্রেজারার জাবেদুল হক হুমায়েদ, সার্ভিস ডাইরেক্টর লুৎফুর রহমান, মেম্বারশীপ এন্ড এটিটি ডাইরেক্টর মাহবুবুর রশীদ, ফলোপশীপ পিআর ডাইরেক্টর সাইদুল ইসলাম, পাবলিক এসডি ডাইরেক্টর মো. ইব্রাহিম আলী, সার্জেন্ট এ্যট আর্মস আদিল চৌধুরী, মেম্বার কবি আব্দুল কাহির, নাজমুল ইসলাম হারুন, জুবায়ের আহমদ, আহমেদ সালেকিন ফাহাদ, হেলাল আহমদ জুয়েল, মাস্টার বশির আহমদ, খাদিজা সুলতানা, আখতারা বেগম, মো. জাহাঙ্গীর আলম, আনযর শাহ চৌধুরী, জামিল মারুফ, জাহাঙ্গীর আলম সুমন, আমির উদ্দিন আকাশ। (বিজ্ঞপ্তি)

কানাইঘাট নিউজ ডটকম/০৫ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়