নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইমজার সাবেক সভাপতি এনটিভির সিলেটের ব্যুরো চীফ কানাইঘাট বায়মপুর গ্রাম নিবাসী অ্যাডভোকেট ময়নুল হক বুলবুলের নাতী শিশু আসাদ উল্লাহ দোহার জানাযার নামাজ সোমবার বাদ আসর বায়মপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাযায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লোকজন শরীক হন।
এদিকে সিলেট বারের বিশিষ্ট আইনজীবী সাংবাদিক ময়নুল হক বুলবুলের নাতীর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শান্তনা প্রদান করে শোক প্রকাশ করেছেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বর্তমান সভাপতি রোটাঃ শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, বর্তমান সহ-সম্পাদক মোঃ আব্দুন নুর, কোষাধক্ষ্য মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য এখলাছুর রহমান, কাওছার আহমদ, আলা উদ্দিন, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মুমিন রশীদ প্রমূখ।
কানাইঘাট নিউজ ডটকম/০৪ ফেব্রুয়ারি ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়