কানাইঘাট নিউজ ডেস্ক:
অমর একুশে বইমেলার সময় দুইদিন বাড়ানো হয়েছে। লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এই সময় বাড়ানো হলো। ফলে আগামী ২ মার্চ পর্যন্ত মেলা চলবে।
বইমেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানের মঞ্চে এসে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদও বইমেলার সময় দুইদিন বাড়ানোর ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে গ্রন্থমেলার সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। ফলে এবারের বইমেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।
এ দু’দিন শুক্র ও শনিবার হওয়ায় স্বভাবতই এর মধ্যে শিশুপ্রহর চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।বৃষ্টিসহ বৈরী আবহাওয়া এবারের বইমেলায় প্রকাশক-লেখকদে ভুগিয়েছে বেশি। এর প্রেক্ষিতে লেখক-প্রকাশকরা বইমেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। শেষতক সরকার এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলো।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়