কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ কিশোরগঞ্জবাসী।
গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দীর্ঘদিন যাবৎ তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া জানান, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন স্বচ্ছ নির্ভীক রাজনীতিবিদ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে কাটিয়ে সারা জীবন। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আমরা কিশোরগঞ্জবাসী হারিয়েছি একজন অভিভাবক। উনার শূন্যতা কখনো পূরণ হবে না।
ভৈরব পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, দেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের মত সৎ ও নির্লোভ মানুষের তুলনা নেই। আওয়ামী লীগের রাজনীতির দুঃসময়ে দলের সাংগঠনিক অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন। গতকাল জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি।
সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫০ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়া দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়