কানাইঘাট নিউজ ডেস্ক:
যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ড. কামাল জামায়াতিদের সঙ্গে রাজনীতি করবেন না, আমাদের রাজনীতির সঙ্গে বিলম্বে হলেও ঐকমত্য পোষণ করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
রবিবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ‘জামায়াতের সঙ্গে রাজনীতি করবেন না’ এমন মন্তব্যের জন্য ড. কামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিএনপিকে সংসদে অংশগ্রহণ করারও আহ্বান জানিয়ে বি. চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি বক্তব্য প্রতিধ্বনি করে আমিও বলবো— বিএনপির উচিত হবে সংসদে বিরোধী দল হিসেবে তাদের সঠিক ভূমিকা রাখা। নিজেদের ভুল-ত্রুটি এবং সরকারের ভুল-ত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য।’
সাবেক এই রাষ্ট্রপতি বিকল্পধারার নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমি মনে করি, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সঙ্গে বিকল্পধারা বাংলাদেশের ‘শান্তি-সুখের রাজনীতি’, ‘ঘৃণার পরিবর্তে শ্রদ্ধার রাজনীতি’, ‘ক্ষমতার রাজনীতির বদলে দায়িত্ববোধের রাজনীতি’— এগুলোর স্বপক্ষে সংসদে বার বার উচ্চারণ করে বাংলাদেশের মানুষকে ইতিবাচক রাজনীতির পক্ষে জাগিয়ে তুলতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
বি. চৌধুরী আরও বলেন, ‘অন্যদিকে বিকল্পধারার অনেকগুলো মৌলিক, বাস্তবমুখী, গণমুখী এবং ভবিষ্যৎমুখী নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করার জন্য আলোচনা, সমালোচনা এবং আইন প্রণয়নে মনোযোগী হতে হবে। আমরা একটি সক্রিয় সংসদ চাই।’
যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘বিকল্পধারা বাংলাদেশ মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এখনও যারা স্বাধীনতাবিরোধী তাদের চূড়ান্ত উপলব্ধির সময় এসেছে।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়