Wednesday, January 9

ব্যাটিং ব্যর্থতায় ১১৭ রানে গুটিয়ে গেল খুলনা

কানাইঘাট নিউজ ডেস্ক:
বিপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। এই দুই দল এখনো চলতি আসরে জয়ের দেখা পায়নি। তাই জয় পেতে মরিয়া দুই দলই। সেই জয়ের লক্ষে প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে খুলনা টাইটান্স। জয়ের জন্য রাজশাহী কিংসের ১১৮ রান দরকার। 
খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ
মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক(১১), আরিফুল হক(১২), মালান(২২), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম,জুনায়েদ সিদ্দিকি(২৩),জহুরুল ইসলাম অমি(১),ওইস(১৪),পল স্টারলিং(১৬)।   
উইকেট নিয়েছেনঃমোস্তাফিজ(২),কাইস আহমেদ(১),উদানা(৩), আরাফাত সানী(১),সৌম্য সরকার(১)।
রাজশাহী কিংসঃ মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), মোস্তাফিজুর রহমান,  উদানা, ফজলে রাব্বি, আরাফাত সানি, ইভান্স, জনকের, মোহাম্মদ হাফিজ, কাইস আহমেদ, সৌম্য সরকার। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়