Friday, January 4

গোলাপগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গোলাপগঞ্জে ডোবা থেকে সুহাই মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় গোলাপগঞ্জের নুরজাহান সিএনজি পাম্পের নিকটের ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। সুহাই মিয়া উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গাঁও গ্রামের মৃত তমজিদ আলী ছেলে। বৃদ্ধ সুহাই মিয়া মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহর ও সদর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের নুরজাহান সিএনজি পাম্পের নিকটে একটি ডোবায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেলে স্থানীয়রা তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়