নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করতে চান কানাইঘাট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নারী কর্মী খাদিজা বেগম। বুধবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খাদিজা বেগম তার লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সেবা মূলক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন। এলাকায় নারীর ক্ষমতায়ন ও নির্যাতিত নারীদের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছেন। পাশাপাশি এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করা সহ সকল মহল ও প্রশাসনের পাশে থেকে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও সেবা মূলক কার্যক্রমে জড়িত থেকে কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি একজন নারী হিসেবে কাজ করে যাচ্ছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় আওয়ামী লীগ সহ সকল মহলের পক্ষ থেকে তিনি সর্বাত্মক সহযোগিতার সমর্থন পাচ্ছেন। ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে নির্বাচনী মাঠে কাজ করার জন্য নিদের্শ দিয়েছেন বলে খাদিজা বেগম জানান। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন ও নারীদের পক্ষে কাজ করা সম্ভব উল্লেখ করে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য খাদিজা বেগম সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। মতবিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন, তার পিতা অবসারপ্রাপ্ত প্রাইমারী স্কুলের শিক্ষক সনজা মিয়া, রুশনা বেগম, কলেজ শিক্ষার্থী আসাদুল ইসলাম, রাবিয়া আক্তার লিপি, মার্জিয়া আক্তার প্রমুখ। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৩ জানুয়ারি ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়