কানাইঘাট নিউজ ডেস্ক:
এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠিক আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যানের অবর্তমানে পার্টির কো-চেয়ারম্যার গোলাম মোহাম্মদ কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এরশাদ আশা করেন পার্টির জাতীয় কাউন্সিলে তার মতোই জি এম কাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব অর্পণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যতদিন দায়িত্ব পালন করব- গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়