কানাইঘাট নিউজ ডেস্ক:
মদ্যপান করে উড়ন্ত প্লেনের ভেতর মাতলামি, যাত্রীদের গালিগালাজ এবং একপর্যায়ে একজনকে মারধর- সব মিলিয়ে হুলস্থূল হয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।
ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ৪ জানুয়ারি। বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয়ে ঢাকায় আসছিল। এর ভেতরেই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের ভেতরে মদ্যপান ওই যাত্রীকে বেঁধে রাখা হয়। গতকাল শুক্রবার দিনভর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদপান করে মাতলামি করছিলেন। এক পর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে মাথা দিয়ে আঘাত করেন। পরে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা মিলে রশি দিয়ে তাকে সিটের সঙ্গে বেঁধে ফেলেন।
ওই যাত্রীর নাম-পরিচয় না জানা গেলেও ভিডিওতে তার কথোপকথন শুনে বোঝা গেছে তার বাড়ি সিলেটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ জানান, ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় একজন যাত্রী মদ্যপ ও অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। তাকে শান্ত ও নিবৃত করা যাচ্ছিল না। পরে তাকে ফ্লাইটে কোনো রকম আটকে রাখা হয়। ফ্লাইট সিলেটে অবতরণ করার পর আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়।
তিনি বলেন, ওই যাত্রীর নাম-পরিচয় আমার জানা নেই। তবে দেখে ও কথা শুনে বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়