Wednesday, January 2

কানাইঘাটে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ 
কানাইঘাটে ট্রাক্টর উল্টে চাকার নিচে পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার মোশাহিদ সেতুর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিম মিয়া (২০) নামে চলকের বাড়ি ঠাকুরগাও জেলার পীরগঞ্জ থানার তাজপুর গ্রামে। সে ঐ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
মঙ্গলবার মাটি কাটার জন্য ট্রাক্টর নিয়ে বের হলে মোশাহিদ সেতুর পশ্চিম পাশে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ছিটকে পাশের জমিনে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়।

কানাইঘাট নিউজ ডটকম/০২ জানুয়ারি ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়