Tuesday, January 1

রাশিয়ার মস্কোতে 'মার্কিন গুপ্তচর' গ্রেফতার

কানাইঘাট নিউজ ডেস্ক:
এক মার্কিন নাগরিককে রাশিয়ার রাজধানী মস্কো থেকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ওই মার্কিন নাগরিকের নাম পল উইল্যান। সোমবার রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি’র এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
এফএসবি’র বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর গুপ্তচরবৃত্তির সময় মস্কোতে আটক হয়েছে ওই মার্কিন নাগরিক। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি এফএসবি। 
জানা গেছে, অপরাধ প্রমাণিত হলে পল উইল্যানকে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
এদিকে, এ বিষয়ে রাশিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে এখনো কোনও মন্তব্য করা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়