Friday, January 4

সৈয়দ আশরাফের মৃত্যুতে কানাইঘাটের বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, কানাইঘাটের বিভিন্ন মহল। পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ জানান, সৈয়দ আশরাফুল ইসলামের মত একজন স্বজন দেশ প্রেমিক রাজনীতিবিদের মৃত্যুতে দেশবাসী তাদের একজন প্রিয় অবিভাবককে হারিয়েছে, যাহা অপূরনীয়।

শোক দাতারা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এড: আব্দুল খালিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জেলা যুবলীগের সদস্য কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম মাহবুল আম্বীয়া,কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মহিউদ্দিন,বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মামুন আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান, কানাইঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বর্তমান সভাপতি রোটাঃ শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, মিজানুর রহমান সুহেল, বর্তমান সহ-সম্পাদক মোঃ আব্দুন নুর,ক্রীড়া সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা সহকারি সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন প্রমূখ।

কানাইঘাট নিউজ ডটকম/০৪ জানুয়ারি ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়