Saturday, January 12

বিএনপি কোনো রাজনৈতিক দল নয়

কানাইঘাট নিউজ ডেস্ক:
বিএনপি কোনো রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগবিরোধী একটি প্ল্যাটফরম মাত্র। তারা নির্বাচনে হেরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল দুপুরে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের পর জাতি যে রায় দিয়েছে তার ধারাবাহিকতা ধরে রেখে সরকারের মহাপরিকল্পনাগুলো অচিরেই সম্পন্ন করা হবে। যেহেতু নরসিংদী একটি শিল্প সমৃদ্ধ জেলা। এখানে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের সরকার গঠনের জন্য যে রায় দিয়েছে তা পূরণ করতে হবে।
এসময় তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিএনপি একেক সময় একেকভাবে আবির্ভূত হয়।
সবাইকে একযোগে কাজ করার অহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমরা মাদক নির্মূলে কাজ করব। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সে’ নীতি গ্রহণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়