সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী (৭০) আর নেই। বুধবার ভোরে নগরীর মেজরটিলাস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি...রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ৩ ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সকালে তার লাশ গ্রামের বাড়ি জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামে নিয়ে যাওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ রাত ৮টায় স্থানীয় রামপ্রসাদ মাদরাসা মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসাবে আইয়ূব আলীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৫ বছর ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।
খবর বিভাগঃ
সার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়