Tuesday, January 29

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা কাল

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান,ভাইস চেয়রম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী নির্ধারনের লক্ষ্যে আগামীকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় কানাইঘাট ডাকবাংলো অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং পৌর ও ৯টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কে যথা সময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম আহ্বান জানিয়েছেন। বর্ধিত সভায় সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কানাইঘাট নিউজ ডটকম/২৯ জানুয়ারি ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়