Tuesday, January 22

কানাইঘাটে বিজিবি’র গুলিতে নিহত কিশোরের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ 
কানাইঘাটে চোরাচালান আটক করতে গিয়ে বিজিবি’র গুলিতে নিহত কিশোর দরিদ্র সিরাজের দাফন সম্পন্ন করা হয়েছে। 

মঙ্গলবার পবিত্র মাগরিবের নামাজের পর গ্রামের মসজিদে নামাজে জানাযা শেষে মহল্লার কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। 

ময়না তদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে আসা মাত্র স্বজনদের কান্নায় বাড়ির বাতাস ভারী হয়ে উঠে। পাহাড়ী এলাকার দরিদ্র এ কিশোরকে এক নজর দেখার জন্য গ্রামের সকল বয়সের নারী পুরুষ ভীড় জমায়। 

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সুরাইঘাট বিজিবি ক্যাম্পের একদল জোয়ান সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি গ্রাম দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা একটি বিদেশী সিগারেটের চালান আটক করে। এ সময় চোরা কারবারীরা আটককৃত সিগারেট বিজিবি’র কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিজিবি’র সাথে চোরা কারবারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির ৩ সদস্য চোরাকারবারীদের হামলায় আহত হলে আত্ম রক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি’র সুনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের পুত্র পথচারী কিশোর সিরাজ উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে স্থানীয়রা নিহত কিশোরকে উদ্ধার করে কানাইঘাট হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং। 

ঘটনার রাতেই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ওসি (তদন্ত) নুনু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও বিজিবি’র সিলেটের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

তবে এরিপোট লেখা পর্যন্ত কানাইঘাট থানায় মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

কানাইঘাট নিউজ ডটকম/২২ জানুয়ারি ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়