Tuesday, January 1

কানাইঘাটে মাটির দেওয়াল চাপা পড়ে মহিলার মৃত্যু


নিজস্ব প্রতিবেকঃ
কানাইঘাটে মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে সাহিদা বেগম  (৫২) নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল অানুমানিক ১১ টার দিকে লক্ষীপ্র্সাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামে।
নিহত সাহিদা বেগম ওই গ্রামের অাব্দুল মুসব্বিরের স্ত্রী ।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাহিদা বেগম নিজ বাড়ির ঘরের পাশে গর্ত খোড়ার সময় ঘরের মাটির দেওয়াল ধ্বসে পড়ে গুরুত্বর অাহত হন। পরে তাকে কানাইঘাট হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন।
কানাইঘাট নিউজ ডটকম/০১ জানুয়ারি ২০১৮ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়