Wednesday, December 26

কানাইঘাট-জকিগঞ্জবাসীর কথা আমার আমৃত্যু মনে থাকবে- জকিগঞ্জে জনসভায় সেলিম উদ্দিন

কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিন বলেছেন, এই জনপদ ও জনপদের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। কানাইঘাট-জকিগঞ্জবাসীর কথা আমার আমৃত্যু মনে থাকবে। আমি পুনরায় নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের সেবক হয়ে তাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। তিনি বলেন, জনগনের সেবক হিসেবে সমাজে শান্তি এবং স্বস্থি ফিরিয়ে আনতে হলে, সন্ত্রাস নির্মূল করে মাদকের হাত থেকে এলাকার যুবসামজকে রক্ষা করে সমাজের বিভিন্ন সেক্টরের দুর্নীতি-স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধ করে মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার উন্নয়ন-সমৃদ্ধির অগ্রযাত্রায় শামিল করতে আগামী ৩০ ডিসেম্বর লাঙল প্রতীকে ভোট দিন।’
আজ বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। এসময় জকিগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীসহ স্থানীয় কালিগঞ্জবাজার এলাকার সাধারণ ভোটাররা দলে দলে লাঙলের জনসভায় যোগদান করে।
জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন’র পরিচালনায় এবং সভাপতি সামাদ চৌধুরী’র সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, নাজমুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, আনিসুজ্জামান পাপলু, খলকুর রহমান, দেলোয়ার হোসেন, আতাউর রহমান আলতা, জালাল উদ্দিন, তাজুল ইসলাম, ওয়াহিদুর রহমান হালনসহ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়