নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) কানাইঘাট উপজেলা জাসদের সভাপতি সিলেট মহাজন পট্টির শাহজালাল ট্রাভেলসের সত্বাধিকারী কবির উদ্দিন (৪৪) এর জানাজার নামাজ রবিবার বাদ জোহর কানাইঘাট বড়চতুল ইউনিয়নের মালীগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার বিকেল আড়াইটার দিকে ৩ সন্তানের জনক বড়চতুল ইউনিয়নের মালীগ্রাম নিবাসী উপজেলা জাসদের সভাপতি কবির উদ্দিন উপজেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। কবির উদ্দিনের জানাজার নামাজে জেলা জাসদের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজারো শোকাহত লোকজন শরীক হন। পরে তার লাশ গ্রামের পঞ্জায়েত কবরস্থানে দাফন করা হয়।
কানাইঘাট নিউজ ডটকম/০২ ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়